WordPress এ কিভাবে Google adsence বা Google Search Console এর ভেরিফিকেশনের কোড বসাবেন?

WordPress ওয়েব সাইটে গুগল এডসেন্স কোড বা Google Search Console এর ভেরিফিকেশন কোড বসাতে গিয়ে অনেকেই নানা ঝামেলার শিকার হন। যারা জানেন তাদের জন্য এটা  মুড়ি-মোয়ার মতোই। আর যারা জানেন না তাদের পাহাড়সম চিন্তা আর মস্ত ঝামেলার কাজ।

তবে আমি আমার আজকের টিউটোরিয়ালে যারা জানেন না তাদের এটা শিখিয়ে দিচ্ছি। তো, চলুন বন্ধুরা শুরু করি…

প্রথমে আপনি আপনার সাইটের ড্যাশ বোর্ডে লগিন করুন। মানে সাইটের কন্ট্রোল প্যানেলে আরকি! সহজ কথায় আপনাকে যেতে হবে appearance > Theme Editor > header.php এইটুকুই।


যদি বলেন বিস্তারিত বলি, তাহলে পড়ুন:

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি, ওয়ার্ডপ্রেস এর কাজ কি, এইচটিএমএল থেকে ওয়ার্ডপ্রেস থিম তৈরি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস খোলার নিয়ম, ওয়ার্ডপ্রেস গাইডলাইন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন চাহিদা, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস টেকটিউনস,
ওয়ার্ডপ্রেস।।


০১ঃ এখানে আপনাকে শুরুতেই appearance এ ক্লিক করতে হবে তারপর একটি ম্যানু আসবে ম্যানুর নিচে দেখতে পাবেন Theme Editor নামের একটি অপশন, এখানে ক্লিক করুন।

০২ঃ তারপর দেখেন কোডিংসহ একটা পেজ আসছে। এসব নাড়াছাড়া কিংবা স্বাদ কেমন তা পরখ করতে যাবেন না। তাহলে মহা ঝামেলায় ফেঁসে যেতে পারেন। এতসব হিজিবিজি চিন্তা না করে। ডানপাশে থাকা তালিকার দিখে লক্ষ করুন। দেখেন তো header.php নামের কোনো বান্ধবী পান কিনা। আর যদি না পান হিরো আলমের গান শুনুন। মনকে ফ্রেশ করে আবার খুঁজুন। যদি পেয়েই যান তাহলে সোনায় সোহাগা। ক্লিক করে কাঁদা মাটিতে সাবধানে ফুটবল খেলতে নেমে পড়ুন।

০৩ঃ দেখবেন আরেকটি কোডিংসহ অনেকগুলো সুন্দরী মেয়েদের নাম্বার দেখাচ্ছে। ভুলেও এসবে ডায়াল করতে যাবেন না। তাহলে সখিনার মার মাইয়্যা কেশবতী ময়নার স্বামী হতে হবে।

এরপর দেখুন তো <header> এর নামে কোন অপশন পান কিনা। এ যেনো পানিতে নেমে খালি হাতে মাছ শিকার করা। আশাকরি পেয়েই যাবেন, এটি সাধারণত উপরের তালিকায় থাকে।

০৪ঃ তারপর আস্তে করে শক্ত হাতে, গভীর মনযোগে কাজটি করুন, আর তা হলো আপনি এডসেন্সের কোড কিংবা Google Search Console এর ভেরিফিকেশন কোড বসিয়ে (পেস্ট করে) দিন।

আরো পড়ুন: কীভাবে ঘরে বসে অনলাইনে ইনকাম করবেন?

০৫ঃ সবিশেষ ঘুমিয়ে পড়তে যাবেন না। এতেই কবুল বলা হয়নি। প্রেম নিবেদনের পূর্বে আবেদন করতে হয়, এখানে আপনাকে সাবমিট/Update File কিংবা সেইভ ফাইল করতে হবে। আর তা একটু নিচেই স্ক্রল করলে পেয়েই যাবেন।

তো, বন্ধুরা আজ এইটুকুই, ভালো থাকবেন-সুস্থ থাকবেন। অবিবাহিত হলে বিয়ে করবেন, আমার জন্য দোয়া করবেন। মজার মজার টিপস পেতে পাসপোর্ট ছাড়াই স্মার্টফোন দিয়ে টিপস দুনিয়ায় ভ্রমণ করবেন। ধন্যবাদ।

লেখকঃ- মোঃ আজিজুর রহমান। 

Post a Comment (0)
Previous Post Next Post