বিকাশ অফার ২০২১ঃ আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য বিকাশের দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছি। আর তা হলো বিকাশ দিচ্ছে বিনামূল্যে সেন্ড মানি করার সুবিধা।
আপনি যদি বিকাশ গ্রাহক হয়ে থাকেন তাহলে আশা করি, আজকের এই পোস্টটি অনেক উপভোগ করবেন। কিভাবে এই বিনামূল্যে সেন্ড মানি সুবিধা ভোগ করবেন আর কাদেরকে নাম্বারে ফ্রিতে সেন্ড মানি করতে পারবেন এ ব্যাপারে বিস্তারিত জানাবো।
![]() |
বিকাশ ফ্রি সেন্ড মানি অফার ২০২১। |
সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এমএফএস গ্রাহকদের জন্য প্রিয় নাম্বারেগুলোতে প্রতি মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি ফ্রি করা হয়েছে। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাকঃ-
প্রিয় নাম্বারে সেন্ড মানি করুন কোনো চার্জ ছাড়া!
✧ প্রতি ক্যালেন্ডার মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রিয় নাম্বারগুলোতে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
✧ প্রতি মাসে ২৫,০০০.০১ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রিয় নাম্বারে প্রতি লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।
✧ প্রিয় নাম্বারে মাসিক লেনদেন ৫০,০০০ টাকার বেশি হলে, প্রতি লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
✧ বিকাশ অ্যাপ এবং USSD (*২৪৭# ডায়াল করে) যেকোনো নাম্বারে ১০০ টাকা বা তার নিচে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
বিকাশ অ্যাপ থেকে কিভাবে আপনার প্রিয় নাম্বারগুলোতে প্রতি মাসে ফ্রিতে ৪০,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করবেন তার ভিডিও নিচে দেওয়া হলো।
*২৪৭# ডায়াল করে কিভাবে আপনার প্রিয় নাম্বারগুলোতে প্রতি মাসে ফ্রিতে ৪০,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করবেন তার ভিডিও নিচে দেওয়া হলো।
তবে চলুন আরেকটি বিষয় জেনে নিই। তা হলো প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো সাধারণ বিকাশ নাম্বারে সেন্ড মানি করার শর্তসমূহঃ-
✧ প্রতি মাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে ০.০১ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি’র ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
✧ প্রতি মাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে ১৫,০০০.০১ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি’র ক্ষেত্রে প্রতি লেনদেনে ৫ টাকা প্রযোজ্য হবে।
✧ প্রতি মাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে ২৫,০০০ টাকার বেশি সেন্ড মানি’র ক্ষেত্রে প্রতি লেনদেনে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
✧ বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) যেকোনো নাম্বারে ১০০ টাকা বা তার নিচে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
✧ একজন গ্রাহক প্রতি ক্যালেন্ডার মাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য নাম্বারে সর্বমোট ১৫,০০০ টাকা পর্যন্ত ফ্রি সেন্ড মানি করতে পারবেন।
✧ সেন্ড মানি সেবার মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে আরেকটি বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারেন যেকোন সময়।
বিকাশ সেন্ট মানি অফার, বিকাশ ক্যাশব্যাক অফার সহ আরো সকল অফারগুলোর খবর সবার আগে পেতে আমাদের টিপস দুনিয়া ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। সকলকে ধন্যবাদ।