ইমুতে কলার টিউন সেট করার নিয়ম। কেউ আপনাকে কল দেওয়ার সময় তার মোবাইলে গান বাজবে।

ইমু সফটওয়্যার এ কলার টিউন সেট করে নিন। (ইমু টিপস ২০২১)-

অডিও-ভিডিও কলে কথা বলা এবং মেসেজ আদান-প্রদান করার জন্য অনলাইনে বিভিন্ন রকমের এন্ড্রয়েড এপস রয়েছে। যেমনঃ হোয়াটসঅ্যাপ, ইমু, ফেসবুক মেসেঞ্জার, ভাইভার, লাইন ইত্যাদি ইত্যাদি।

তবে এসব এপসগুলোর মধ্যে ইমু সফটওয়্যার একটু বেশি জনপ্রিয়। বিশেষ করে আমাদের বাংলাদেশে। অবশ্য তাদের এ জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে ব্যবহারে সহজ ও তাদের বিশেষ সুযোগ-সুবিধা।

এমন বাংলাদেশী ইন্টারনেট ব্যবহারকারী খুজে পাওয়া দুষ্কর যিনি ইমু ছপটার ব্যবহার করেনা। আর ইমু কম্পানিও তাদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য একের পর এক বিভিন্ন ফিচার যুক্ত করে চলেছে। তাদের নতুন একটি ফিচার হলো ইমু কলার টিউন।

এখন থেকে আপনি চাইলেই ইমুর ডিফল্ট কলার সাউন্ড পরিবর্তন করে আপনার ইচ্ছে মতো টিউন সেট করতে পারবেন। তা হতে বাংলা গান, ইংরেজি গান, হিন্দি গান কিংবা শুধু সাউন্ড বা মিউজিক।

আপনি কলার টিউন সেট করার পর আপনাকে যদি কেউ কল করে তাহলে কল Ringing অবস্থায় সেই টিউনটি বাজবে এবং যে ব্যক্তি কল দিবে সে শুনতে পারবে। যারা ইমু কলার টিউন সম্পর্কে এখনো জানেনা তারা কল দিয়ে অভাগই হবে।

তবে আজকের এই পোস্টটি থেকে আপনি জানতে চলেছেন বিনামূল্যে কিভাবে খুব সহজে ইমু বেটা বা ইমু সফটার এ কলার টিউন সেট করতে পারেন।

ইমু সফটওয়্যার, ইমু অডিও কল রেকর্ড, ইমু অটো কল রেকর্ডার, ইমু অ্যাপ ডাউনলোড, ইমু আইডির সুন্দর নাম, ইমু আইডি নষ্ট করার নিয়ম, ইমু ইমু ডাউনলোড করুন, ইমু নাম্বার দেখার উপায় ইমু একাউন্ট খোলার নিয়ম ইমু একাউন্ট ডিলেট করার নিয়ম, ইমু একাউন্ট ডিলিট করার উপায়, ইমু হেক কোড ছাড়া,
ইমু কলার টিউন।

ইমুতে কিভাবে কলার টিউন সেট করতে হয়?

✪ ইমুতে কলার টিউন সেট করতে প্রথমে আপনার ইমু এপের ‘Settings’ চলে এ যান।

✪ এবার ‘Notifications’ অপশনটিতে প্রবেশ করুন।

✪ তারপর ‘Call Settings’ লেখায় ক্লিক করুন।

✪ কল সেটিংসসে যাওয়ার পর ‘Caller tune’ নামে একটি অপশন দেখতে পাবেন, তাতে প্রবেশ করুন।

[সংক্ষিপ্ত নির্দেশনাঃ Settings > Notifications > Call Settings > Caller tune]

✪ ‘Caller tune’ অপশনটিতে প্রবেশ করলেই আপনি অসংখ্য অডিও সাউন্ড বা গানের অংশ বিশেষ দেখতে পাবেন। যেগুলো সেখান থেকেই ক্লিক করে বাজিয়ে বাজিয়ে শুনতে পারবেন।

এখান থেকে আপনার পছন্দের কলার টিউনটি বাছাই করুন। আর আপনি সর্বশেষ সে টিউনটি বাজিয়ে শুনবেন সেই টিউনটিই আপনার ইমুর কলার টিউন হিসেবে সেট হয়ে যাবে।

[বিঃ দ্রঃ ইমুতে কলার টিউন সেট করতে আপনাকে নির্দিষ্ট কোনো এপ ডাউনলোড করতে বলতে পারে। যদি বলে তাহলে সেই এপটি ডাউনলোড করে নিবেন। আমি যখন কলার টিউন সেট করতে যাচ্ছিলাম তখন আমাকেও Likee এপ ডাউনলোড করতে বলেছিল। আর যদি আপনার ইমু সেটিংস এ ‘Caller tune’ অপশনই না খুজে পান তাহলে নতুন ইমু সফটওয়্যার ডাউনলোড করতে চাই অথবা গুগল প্লেস্টোর থেকে আপনার পুরনো ইমু সপটার আপডেট করে নিবেন।

‘টিপস দুনিয়া’র সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

আরো পড়ুন: ব্লগিং করে আয় করবেন যেভাবে [a-z]

Post a Comment (0)
Previous Post Next Post