আজকে আমি আপনাদেরকে একটি এন্ড্রয়েড মোবাইল এপের সাথে পরিচয় করিয়ে দিব। যে এপটির সাহায্যে আপনি চাইলে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনার প্রিয় কারো ছবি অথবা আপনার নিজের ছবি সেট করতে পারবেন।
উক্ত এপটির সাহায্যে ব্যাকগ্রাউন্ড ছবি যুক্ত করলে আপনি আপনার ফোনের যেকোনো এপস বা প্রোগ্রামে প্রবেশ করুন না কেনো সব যায়গাতেই ফোনের ডিসপ্লে ব্যাকগ্রাউন্ডে আপনার সেট করা ছবিটি দেখাবে।
আরেকটু সহজ ভাষায় বলি, আমরা আমাদের ফোনে সাধারণ ভাবে যে ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার বা ছবি সেট করি তা কেবল ফোনের হোম স্ক্রিনেই দেখা যায়।
তবে উক্ত এপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করলে আপনি আপনার ফোনের যেখানেই যাবেন সেখানেই দেখতে পাবেন। তা হতে পারে ইমু, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ফাইল মেনেজার, মোবাইল গ্যালারি কিংবা অন্য কোথাও।
এপটির নাম হচ্ছে, ‘Designer Tools’। গুগল প্লেস্টোরে অ্যাপটি মোট ৫ মিলিয়নেরও অধিক সংখ্যকবার ডাউনলোড করা হয়েছে। অ্যাপটির সাইজ মাত্র ১.৩ এমবি এবং রেটিং পয়েন্ট ৪.১।
গুগল প্লেস্টোরে গিয়ে ‘Design Tools’ লিখে সার্চ করলেও অ্যাপটি পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন।
কিভাবে ফোনের ডিসপ্লে ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করবেন?
এপটিতে প্রবেশ করলেই ‘Mockup overlay’ লেখা একটি অপশন দেখতে পাবেন। তা অন করে দিন।
‘Mockup Overlay’ লেখার নিচেই ‘Portrait’ ও ‘Landscape’ নামে ছবি যুক্ত করার দুটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে যে কোনো একটিতে আপনার কাংখিত ছবি যোগ করে নিন।
এবার দেখুন ছবিটি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে।
আপনি চাইলে ছবিটির ‘Opacity’ বাড়িয়ে অথবা কমিয়ে নিতেও পারবেন। এখন আপনি আপনার ফোনের যেখানেই যান না কেনো ব্যাকগ্রাউন্ডে আপনার সেট করা ছবিটি দেখাবে।
আর আপনার ফোনের নোটিফিকেশন বারে ‘Mock Overlay’ নামে একটি অপশন দেখাবে। সেখান আপনি চাইলে প্রয়োজনে ব্যাকগ্রাউন্ড ইমেজটি খুব সহজেই হাইড করে ফেলতে পারবেন আবার শো করাতেও পারবেন।
আর পুরোপুরি ভাবে বন্ধ করতে এপটিতে প্রবেশ করে ‘Mockup Overlay’ অপশনটি বন্ধ করে দিন।
ধন্যবাদ।