YouTube এর ভিডিও গান মোবাইলের Screen Off করে শুনুন।-
আমরা সবাই কম-বেশি ইউটিউবে ভিডিও দেখে থাকি। আর সেই ভিডিওগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমনঃ নাটক, সিনেমা, গান, নিউজ, শিক্ষামূলক ভিডিও, ফানি ভিডিও ইত্যাদি ইত্যাদি।
এসব ভিডিও দেখা ছাড়াও অনেক সময় শুধু গান শুনার জন্যও আমরা ইউটিউব ব্যবহার করি। যেমন ইউটিউবে ভিডিও গান চালু করে মোবাইল পাশে রেখে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সব সময় ভিডিও দেখা হয়না।
আর ইউটিউবের ভিডিও অডিও করে শুনার কোনো অপশনও নাই। ইউটিউবে গান শুনার সময় ফোনের স্ক্রিন অফ করেও শুনতে পারিনা। মোবাইলের স্ক্রিন অফ করলেই ইউটিউবের গান বন্ধ হয়ে যায়।
[প্রযুক্তি বিষয়ক নিত্য নতুন সব আর্টিকেল পেতে ভিজিট করুন দুর্দান্ত ডট নেট]
তাই আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে ফোনের স্ক্রিন অফ করে YouTube এর গান শুনবেন। এতে ফোনের চার্জ ও এমবি কিছুটা বাঁচবে। এই পদ্ধতিতে ইউটিউবে গান শুনা অবস্থায় আপনি ফেসবুক চালানো সহ অন্য যেকোনো কাজও করতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে।
এর জন্য আমাদের গুগল Chrome ব্রাউজারের প্রয়োজন হবে। আশা করি এই ব্রাউজারটি সবার ফোনেই আছে।
চালুন শুরু করা যাকঃ-
০১ঃ গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে www.youtube.com ওয়েবসাইটে প্রবেশ করুন।
০২ঃ তারপর আপনার পছন্দের ভিডিওটি চালু করুন।
০৩ঃ এবার ক্রোম ব্রাউজারের সবার উপরের ডান পাশের থ্রি ডট অপশনে ক্লিক করুন।
০৪ঃ তারপর ‘Desktop Site’ লেখা অপশনটি অন করে দিন।
এবার চাইলে আপনি আপনার ফোনের স্ক্রিন অফ করে রাখতে পারেন অথবা হোম স্ক্রিনে ক্লিক করে আপনার ফোন দিয়ে ফেসবুক চালানো থেকে শুরু করে অন্য যেকোনো কাজ করতে পারেন। এতে ভিডিও চলা বন্ধ হবেনা।
আর আপনার ফোনের নোটিফিকেশন বার থেকে ভিডিও বন্ধ, চালু কিংবা নেক্সট করতে পারবেন।
ধন্যবাদ।