আপনার এন্ড্রয়েড ফোনের ডায়াল প্যাডে নিজের ছবি সেট করবেন যেভাবে। এন্ড্রয়েড বাংলা টিউটোরিয়াল ২০২১।

‘টিপস দুনিয়া’ ওয়েবসাইটে আপনাকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমি মুহাম্মদ রবিন। আজকের পোস্টে আমি আপনাদের মাঝে আরো একটি এন্ড্রয়েড টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি।


আজকের পোস্টে আমি আপনাদের শিখাতে চলেছি কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনের ডায়াল প্যাডে আপনার নিজের অথবা আপনার পছন্দের যেকোনো ছবি বা ওয়ালপেপার সেট করবেন।

সাধারণত আমরা আমাদের মোবাইল ফোনে সাদামাটা ডায়াল প্যাড ব্যবহার করেই অভ্যস্ত। কিন্তু এই ডায়াল প্যাডে যদি পরিবর্তন আনা যায়!

সাধারণত কি প্যাডের পরিবর্তে যদি স্টাইলিশ কিপ্যাড ইফেক্ট সেট করা যায়! ব্যকগ্রাউন্ডে নিজের কিংবা পছন্দের যেকোনো ছবি বা ওয়ালপেপার সেট করে নতুন লুক দেওয়া যায়! তাহলে কিন্তু অবশ্যই ভালো হয়।

আরো পড়ুন: RCCB কী? কেন ব্যবহার করা হয়? কীভাবে কাজ করে?

আর তাছাড়া আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডের এমন ভিন্নতা দেখে যেকেউ বিষ্মিত হবে। আর আপনার কাছে জানতে চাবে কিভাবে মোবাইলের ডায়াল প্যাডে নিজের ইচ্ছেমতো ছবি সেট করে নিয়েছেন। চলুন এবার শিখে নেওয়া যাকঃ-

ফোনের ডায়াল প্যাডে আপনার পছন্দের ছবি যুক্ত করবেন যেভাবে।


মোবাইল ফোনের ডায়াল প্যাড স্ক্রিনে ছবি সেট করা, কিপ্যাডের বিভিন্ন ইফেক্ট ও কলার ইফেক্ট সেট করার জন্য আপনাকে ৬.৩ এমবির ছোট একটি এন্ড্রয়েড সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এপটির নাম “My Photo Phone Dialer – Phone – Dialer – Contacts”


গুগল প্লেস্টোরে অ্যাপটির রেটিং পয়েন্ট হচ্ছে ৪.৪। আর মোট ডাউনলোড করা হয়েছে ১০ মিলিয়নেরও বেশি সংখ্যকবার। অ্যাপটি ইন্সটল করার জন্য আপনার ফোনের গুগল প্লেস্টোরে গিয়ে “My Photo Phone Dialer” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।

অ্যাপটিতে প্রবেশ করলেই আপনাকে কিছু নির্দেশনা দেখানো হবে সেগুলো Skip করে দিন। নির্দেশনাগুলো স্কিপ করলেই নিচের চিত্রের মতো অপশনগুলো দেখাবে। সেখান থেকে বাকি কাজগুলো করে নিন।

ডায়াল প্যাডে ছবি সেট করতে ‘Dailer’ অপশনে প্রবেশ করুন।

এরপর নিচের দিকে একটি আইকন দেখতে পাবেন তাতে ক্লিক করলে ‘Background’ ও ‘Keypad Effect’ নামে দুটি অপশন দেখতে পাবেন।

স্টাইলিশ কিপ্যাড সেট করতে ‘Keypad Effect’ অপশনে প্রবেশ করুন আর কিপ্যাডের ব্যকগ্রাউন্ডে ছবি সেট করতে ‘Background’ এ প্রবেশ করুন।

যেখানে অনেক ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেগুলো আপনার ডায়ালপ্যাডের ব্যকগ্রাউন্ডে সেট করতে পারেন। আর গ্যালারি থেকে ছবি দিতে ‘Pick Image’ লেখায় ক্লিক করে আপনার পছন্দের ছবটি সিলেক্ট করে সেট করে নিন।

অ্যাপটিতে আরো কিছু ফিচার রয়েছে যেগুলো একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করে জানান। ধন্যবাদ।

1 Comments

  1. সুন্দর ও দরকারি একটি পোস্ট

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post